কাজ হোক ঠান্ডা মাথাই, সেবা হোক কর্পোরেট

BGB project - mechanix service

এসি সার্ভিসে হোন যত্নশীল। AC Service করাতে গিয়ে যদি হয় এসির ডেমারেজ তাহলে ভোগান্তির শেষ নাই!! তাতে তো লাভের চেয়ে ক্ষতিই বেশী। এসি মেইনটেন্যান্স সার্ভিস নিন প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার থেকে। আর প্রফেশনাল সার্ভিস মানেই কর্পোরেট সার্ভিস (MechaniX Corporate AC Service)  । যেখানে পাবেন দক্ষ ও প্রফেশনাল টেকনিশান  দ্বারা-এসি শিফটিং, ইনস্টলেশন, আন-ইনস্টলেশন, ক্লিনিং, মাস্টার সার্ভিসিং লিক রিপেয়ারিং ও এসির অন্যান্য সার্ভিস সমূহ এবং সাথে পাচ্ছেন নিৰ্ভেজাল বিলিং ব্যবস্থা। কর্পোরেট অফার মানেই ডেমারেজ কাভারেজ ও সার্ভিস ওয়ারেন্টির নিশ্চয়তা । মেকানিক্স নিয়ে এলো পর্যাপ্ত স্বাস্থবিধি মেনে হোম সার্ভিস সুবিধা সহ কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা।

কেন মেকানিক্সের কর্পোরেট সেবা নিবেন?

কেন মেকানিক্সের কর্পোরেট সেবা নিবেন?
Why MechaniX Corporate AC Service?

১। অন ডিমান্ড হোম সার্ভিস সুবিধা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে।

২। প্রোফেশনাল ও ভেরিফাইড দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে সার্ভিস গ্রহণের সুযোগ।

৩। অনলাইনে, ফেসবুকে, ওয়েবসাইটে বা হটলাইনে সার্ভিস অর্ডার করার সুবিধা।

৪। কাজের পরে যথাযথ বিল ও জব রিসিপ্ট পাবার সুবিধা।

৫। স্বচ্ছ সেবা পাবার নিশ্চয়তা।

৬। ২৪/৭ কাস্টোমার কেয়ার সুবিধা।

৭। ১০ দিনের সার্ভিস ওয়ারেন্টি।

আপনার ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং এর জন্য তাই আজই মেকানিক্স এর সেবা নিন এবং নিশ্চিন্ত থাকুন।

You May Also Like......

UPX Casino — это современная онлайн-платформа, которая привлекает игроков со всего мира своим богатым

About Us

Looking for quality appliance repair for your home or office? YES!!! You chose the best platform named “MechaniX”.

Social Media

Spread the love