মেকানিক্স এসি মাস্টার সার্ভিসে আমাদের সেবা সমূহ

Premium AC Cleaning Service

ময়লা কাপড় ফেলে রাখার কিছুদিন পর যেমন তা থেকে দুর্গন্ধ আসে, এসি শীতে বন্ধ থাকায় তা থেকে বিশুদ্ধ বাতাস পাওয়া অসম্ভব।

শীতে দীর্ঘসময় এসি বন্ধ থাকার কারণে এসিতে ধুলোবালি জমে যায়। যার ফলে এসিতে  ময়লার কারণে বিভিন্ন সমস্যা হতে পারে যেমনঃ

✅ মুভিং পয়েন্ট গুলোতে মরিচা জমে যায় যার কারণে এসি ছাড়লে শব্দ হতে পারে।

✅ ময়লাগুলো পুরানো হলে সহজে পরিষ্কার হতে চায় না যার জন্য ঘর সহজে ঠান্ডা হয় না।

✅ এই ময়লা গিয়ে এসির ওয়েস্ট ওয়াটার লাইন কে ব্লক করে দেয় ফলে এসি থেকে পানি পড়তে পারে।

✅ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে এসি সার্ভিস না করার কারনে এসিতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।

যা যা থাকছে Premium AC Cleaning Service প্যাকেজে-

✅ হাই-প্রেশার হাইড্রোমেশিনের মাধ্যমে ও উন্নত ক্লিনিং কিটের মাধ্যমে এসির ইনডোর এবং আউটডোর ডিপ ক্লিনিং।

✅ এসির ড্রেন লাইন পরিস্কার ।

✅ পুরো এসি চেকাপ ও মাইনর যে সব সমস্যা দেখা দেয় সেগুলো সমাধান করা  ।

✅ এসির কানেকশন, সার্কিট, কমপ্রেসর, ক্যাপাসিটর, কপার পাইপ, লিকেজ ও গ্যাস চেকাপ।

✅ AC – দুর্গন্ধ, শব্দ ও পানি পড়া সমস্যার সমাধান।

এছাড়া দক্ষ টেকনিশানদের মাধ্যমে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে হোম সার্ভিস দেওয়া হয়  পাশাপাশি  ১০ দিনের সার্ভিস ওয়ারেন্টি ও ড্যামারেজ কভারেজ তো থাকছেই!

You May Also Like......

About Us

Looking for quality appliance repair for your home or office? YES!!! You chose the best platform named “MechaniX”.

Social Media

Spread the love