আমাদের এসির রিপেয়ার ও সার্ভিসিং সংক্রান্ত তথ্য

AC Repair Services

আমরা ঢাকাশহর সহ দেশের সকল প্রান্তে এসি সার্ভিস ও রিপারিং  সার্ভিস দিয়ে থাকি। আমাদের দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা সমস্যা নির্নয় করে তার সমস্যা সমাধান করে থাকি।

আমরা এসি সম্পর্কিত যে সকল সার্ভিস দিয়ে থাকি - AC Repair Services

  • এসি চেকাপ
  • এসি বেসিক সার্ভিসিং
  • এসি গ্যাস চার্জ
  • এসি মাস্টার সার্ভিস
  • এসি ওয়াটার ড্রপ সলিউশন
  • এসি ইন্সটলেশন
  • এসি আন-ইন্সটলেশন
  • এসি শিফটিং সার্ভিস
  • এসি কম্প্রেসর পরিবর্তন
  • এসি লিক রিপেয়ার

এসি চেকাপ –  এসি চেকাপের মাধ্যমে আমরা এসির কোনো সমস্যা আছে কিনা তা নির্নয় করে থাকি । অনেক দিন এসি ব্যাবহার না করলে তা চেকাপ করে তা ব্যবহার  করা উচিত ।

এসি বেসিক সার্ভিসিং –  এসির সাধারন কোনো সমস্যা থাকলে তা  সমধান করা হয় এসি বেসিক সার্ভিং এর মাধ্যমে।

এসি গ্যাস চার্জ – আপনার এসির প্রোপার কুলিং হবে কিনা তা নির্ভর করে এসির গ্যাসের উপর। যদি গ্যাসের তারতম্য দেখা দেয় তাহলে ঠান্ডা কম হবে।  তাই এই সমস্যা সমাধানে আমরা এসির গ্যাস চার্জ করে থাকি।

এসি মাস্টার সার্ভিস –  এসি মাস্টার সার্ভিস বলতে সর্বপ্রথম আপনার এসি টি সম্পূর্ণ চেকপ করে একটা রিপোর্ট দাওয়া হবে এবং এসির ছোটো খাটো সমস্যা সমাধান করা হয়ে থাকে (যদি সমস্যা থাকে)  পাশাপাশি এসি ভিতরে এবং বাহিরের অংশ ভালোভাবে প্রফেশনাল ক্লিনিং এজেন্ট দিয়ে পরিস্কার করা হয়।

এসি ওয়াটার ড্রপ সলিউশন –  আপনার এসির কোন যায়গা থেকে পানি পরছে তা ভালোভাবে পর্যবেক্ষণ করা তা ঠিক করা হয় যেন আর পানি লিকেজ সমস্যা না হয় এবং  সাথে এসির ওয়াটার ড্রেইনেজ সিস্টেম আরো উন্নত করা হয় যেন ভবিষ্যতে এমন সমস্যাইয় না পরতে হয়।

এসি শিফটিং সার্ভিস –  এসি শিফটিং সার্ভিস এর মাধ্যমে আপনি আপনার এসিটি  এক স্থান থেকে আন-ইন্সটলেশন করে অন্য স্থানে নিয়ে ইন্সটলেশন করতে পারবেন

এসি ইন্সটলেশন ত্ত আন-ইন্সটলেশন – আপনি যদি আপনার এসিটি খুলতে ত্ত লাগাতে চান তাহলে এই সার্ভিস টি আপনার জন্য।

এসি কম্প্রেসর ফিটিং –  আপনি যদি আপনার এসির নষ্ট কম্প্রেসর পরিবর্তন করে নতুন কম্প্রেসর ফিটিং করতে চান তাহলে আমাদের এই সার্ভিসটি আপনার জন্যে।

এসি লিক রিপেয়ার – এসি চেক করে যদি কোনো লিকেজ থাকে তাহলে এই সার্ভিস আপনার জন্য। বেশিরভাগ সময়ে অনস্পটে এই কাজ সম্পন্ন করা যায় কিন্তু মাঝে মাঝে আমাদের সার্ভিস সেন্টারে এনে গ্যাসের প্রেসার প্রপারলি পর্যবেক্ষন করে গ্যাস রিফিল করতে হয়।

You May Also Like......

About Us

Looking for quality appliance repair for your home or office? YES!!! You chose the best platform named “MechaniX”.

Social Media

Spread the love