কিভাবে আপনার এসির রক্ষণাবেক্ষণ ও যত্ন নিবেন ?
প্রচণ্ড তাপদাহে গ্রীষ্মকালে দেশে অস্থির অবস্থা। এই সময়টায় শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন ছাড়া থাকতে পারেন না অনেকেই। করোনা সংকটের পর এদিকে এসি টেকনিশান খুঁজে পাওয়া দুষ্কর। তাই এই সমাধান খুঁজতে মেশিন পরিষ্কার ও দেখভালও নিজেই করে ফেলতে চাইছেন অনেকেই।
আমাদের দেশে সাধারণত দুই রকমের এয়ার কন্ডিশনার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটি স্পিলিট এবং অন্যটি উইন্ডো এসি, ইদানীং বড় হল ঘরের জন্যে অনেকেই টাওয়ার এসিও ব্যবহার করছেন। সাধারণত স্পিলিট এসি ঘরের সিলিংয়ের কাছাকাছি লাগানো হয় বলে পরিষ্কার করতে অসুবিধা হয়। তবে মই অথবা ভাঁজ করা সিঁড়ি থাকলে মেশিন পরিষ্কার করতে অসুবিধা হওয়ার কথা নয়।
আপনার এসিটি পরিষ্কার রাখতে যা করবেন-
✅ সাধারণত এসির বাইরে ও ভিতরে ধুলো ময়লা জমলে সহজে ঠাণ্ডা হয় না। তাই আসবাবপত্র মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন।
✅ এসির সুইচ ঠিকমতো কাজ করছে কি না চেক করে নিতে হবে।
✅ ঘরের জানালা দরজা ভালো করে বন্ধ না রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে তাই ঘর ঠাণ্ডা হতে দেরি হয়।
✅ অনেকেই সাধারণত গরমকালে দিনে ১৬ ডিগ্রিতে এসি চালান। কিন্তু এখন ২০-২৫ ডিগ্রিতে চালিয়ে রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে না তাই শুরুতে কিছুক্ষণ কম তাপমাত্রায় চালিয়ে নিয়ে তারপর তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে।
✅ ইলেকট্রিক শক যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। ভেজা হাতে সুইচ বা মেশিনে হাত দেওয়া একেবারেই ঠিক নয়। বিশেষ দরকার হলে রাবারের শুকনো চটি পরতে হবে।
✅ ইনডোর বাইরে থেকে পরিষ্কার করে মুছে রাখতে হবে। আউটডোর ইউনিট নিজেরা পরিষ্কার না করাই উত্তম । শুধুমাত্র ধুলো ময়লা পরিষ্কার করে মুছে নিলেই যথেষ্ট হবে ।
✅ বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ চলার পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখতে হবে।
✅ এসির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মাঝেমধ্যে মেশিন খুলে নিয়ে ফিল্টার বের করে নিন। শুকনো ধুলো ঝেড়ে নিয়ে সাবান জলে ডুবিয়ে ভাল করে ধুয়ে পানি ঝেড়ে শুকনো করে নিয়ে তারপর ফিল্টার লাগাতে হবে।
✅ ময়লা জমলে মেশিন ঠিকমত ঠাণ্ডা হয় না তাই ফিল্টার লাগানোর সময় সুইচ অন করে দেখে নিতে হবে বাতাস ঠিক মত বের হচ্ছে কি না।
You May Also Like......
কিভাবে আপনার এসির রক্ষণাবেক্ষণ ও যত্ন নিবেন ?
প্রচণ্ড তাপদাহে গ্রীষ্মকালে দেশে অস্থির অবস্থা। এই সময়টায় শীতাতপ ন
কাজ হোক ঠান্ডা মাথাই, সেবা হোক কর্পোরেট
কাজ হোক ঠান্ডা মাথাই, সেবা হোক কর্পোরেট এসি সার্ভিসে হোন যত্নশীল। AC Ser
এসি সমস্যার ১০টি সহজ সমাধান
চলুন জেনে নেই এমন ১০টি সহজ সমাধান................
আমাদের এসির রিপেয়ার ও সার্ভিসিং সংক্রান্ত তথ্য
আমরা ঢাকাশহর সহ দেশের সকল প্রান্তে এসি সার্ভিস ও রিপারিং সার্ভিস দি
অনডিমান্ড সেবা মানেই মেকানিক্স
অন ডিমান্ড ইলেকট্রনিক্স সার্ভিস সেবায় এক অনন্য ব্যান্ড হচ্ছে মেকা