গরমে আরাম এসির রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং টিপস

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে আমরা প্রায় সময় বিরতিহীন ভাবে দীর্ঘক্ষন এসি চালিয়ে রাখি। যার কারণে এসিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই কোনো ঝামেলা হলেই প্রথমেই এসি সম্পূর্ণভাবে বন্ধ করুন। প্রত্যেকটি ওয়্যার খুলে ফেলুন এবং পুনরায় সংযুক্ত করুন এসির সাথে দেওয়া ব্যবহার বিধি অনুসারে এবং পুনরায় এসি চালু করুন।
কোনো ধরণের ইলেক্ট্রিকাল ক্ষতি থেকে ডিভাইসগুলোকে রক্ষা করাই সার্কিট ব্রেকারের কাজ। কোনো কারণে এসি যদি কাজ না করে তাহলে প্রথমেই সার্কিট ব্রেকার চেক করুন।অনেকগুলো ডিভাইস একটি সার্কিট ব্রেকারে সংযুক্ত থাকলে অনেকসময় এসি কাজ করেনা, তাই এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করা ভালো ।
ফিল্টার নিয়মিত কিছুদিন পরপর পরিষ্কার করা উচিৎ। এসির এই অংশটি যতটা পরিষ্কার থাকবে, ততটাই সচল থাকবে এসি।
আপনার এসির ফ্যানের কাজ ক্রমাগত গরম বাতাস বের করে দেওয়া। এই কাজটি করতে করতে অনেক ধুলোবালি ও ময়লাকেও আকৃষ্ট করে এই ফ্যান। একারণে ফ্যান থেকে আসতে পারে আওয়াজ, ফলে এসির স্বাভাবিক কাজে আসবে বাঁধা। তাই এই ফ্যানটির ব্লেডকে খুব সাবধানতার সাথে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত।
আপনার ঘরের ইলেক্ট্রিসিটি যদি কম ভোল্টেজে চলে তাহলে আপনার এসি কার্যকরী হবেনা। বরং যন্ত্রটি আরও ক্ষতির সম্মুখীন হবে। তাই, ঘরে এসি বসানোর আগে আপনার ইলেক্ট্রিকাল ভোল্টেজ সম্বন্ধে জেনে নিন।
এসির কাজ ঘরের নরমাল অথবা গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তরিত করা। প্রথমে বাতাসকে তরলে রূপান্তরিত করে সেই পানিকে ড্রেনেজ পাইপের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হয়।এই কাজের সময় বিভিন্ন ময়লা আবর্জনা জমে এই পাইপে, ফলে নিয়মিত পরিষ্কার না করলে ব্যাহত হবে এসির স্বাভাবিক কাজ।তাই, নিয়মিত ড্রেনেজ পাইপ পরিষ্কার করা উচিৎ।
আপনার এসি কাজ করবেনা যদি তার ভেতরে বরফ জমে থাকে। বরফ জমলে এসি বন্ধ করে শুধু ফ্যানটি ছেড়ে রাখুন।এতে বরফ জমাট ভাঙতে থাকবে এবং একসময় ঝামেলার সমাধান হয়ে যাবে।
উপরিউক্ত টিপস গুলো জানা থাকলে ঘরে বসেই এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব।
তবে এগুলোর পরেও যদি সমাধান না পাওয়া যায় তাহলে একজন এক্সপার্ট মেকানিক্স ডেকে আপনার এসিটি চেক করিয়ে নিন।
You May Also Like......
কিভাবে আপনার এসির রক্ষণাবেক্ষণ ও যত্ন নিবেন ?
প্রচণ্ড তাপদাহে গ্রীষ্মকালে দেশে অস্থির অবস্থা। এই সময়টায় শীতাতপ ন
কাজ হোক ঠান্ডা মাথাই, সেবা হোক কর্পোরেট
কাজ হোক ঠান্ডা মাথাই, সেবা হোক কর্পোরেট এসি সার্ভিসে হোন যত্নশীল। AC Ser
এসি সমস্যার ১০টি সহজ সমাধান
চলুন জেনে নেই এমন ১০টি সহজ সমাধান................
আমাদের এসির রিপেয়ার ও সার্ভিসিং সংক্রান্ত তথ্য
আমরা ঢাকাশহর সহ দেশের সকল প্রান্তে এসি সার্ভিস ও রিপারিং সার্ভিস দি
অনডিমান্ড সেবা মানেই মেকানিক্স
অন ডিমান্ড ইলেকট্রনিক্স সার্ভিস সেবায় এক অনন্য ব্যান্ড হচ্ছে মেকা
Casino Online Fairspin em Portugal: Variedade de Jogos, Presentes, Experiência do Usuário
Casino Online Fairspin em Portugal: Variedade de Jogos, Presentes, Experiência do Usuário Os casinos online estão a mudar rapidamente hoje em dia e as pessoas querem não apenas