চলুন জেনে নেয় এসির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কিত তথ্য

এসির বিভিন্ন প্রকারভেদ

বর্তমান বিশ্বে এয়ার কন্ডিশন অথবা এয়ার কুলারের চাহিদা অনেক বেশি। যুগের সাথে তাল মিলিয়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের এসি পাওয়া যায়। এরই  ধারাবাহিকতায় এসি বিভিন্ন প্রকারের আছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

এসিকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়। মূলত আমরা সচরাচর কয়েক প্রকার এসির সাথে পরিচিত এবং এগুলোই সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।

 স্প্লিট টাইপ এসি 

যে এসি ইনডোর এবং আউটডোর দুইটি অংশে বিভক্ত থাকে তাকে স্প্লিট টাইপ এসি (Split type AC)  বলে।  এসির ইনডোর অংশ –  ইভাপোরেটর, ব্লোয়ার ফ্যান সমন্বয়ে গঠিত।  আর এসির আউটডোর – কম্প্রেসর, কন্ডেন্সার সমন্বয়ে গঠিত।

 উইন্ডো টাইপ এসি

যে এসির সকল অংশ একটি কেসিং এ আবদ্ধ থাকে এবং জানালা সমান উচ্চতায় স্থাপন করা হয় তাকে উইন্ডো টাইপ এসি (Window type AC) বলে।

প্যাকেজ টাইপ এসি

যে সকল এয়ার কন্ডিশনার ৫টন – ২০টন ক্যাপাসিটি সম্পন্ন এবং সকল অংশ একটি কেসিং এ আবদ্ধ থাকে, তাকে প্যাকেজ টাইপ এসি (Package type AC) এয়ার কন্ডিশনার বলা হয়।

সেন্ট্রাল এসি

যে এসি একটি নির্দিষ্ট স্থানে স্থাপন করে ডাক্টের মাধ্যমে নিয়ন্ত্রিত বিভিন্ন রুমে তাপমাত্রা, আদ্রর্তা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, তাকে সেন্ট্রাল এসি (Central AC) বলে।

You May Also Like......

About Us

Looking for quality appliance repair for your home or office? YES!!! You chose the best platform named “MechaniX”.

Help

Social Media

© 2023 MechaniX Ltd. All Rights Reserved

Developed by Nexkraft Limited

Spread the love