এসি সমস্যার ১০টি সহজ সমাধান

বর্তমান বিশ্বে এসির ব্যবহার দিন দিন বেড়েই চলছে  ঠিক একই সাথে বেড়েছে এর বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের মাথা ব্যথাও। বিভিন্ন ধরণের ছোটোখাটো সমস্যা হলেই আমরা ছুটে যাই টেকনিশিয়ানদের কাছে! কিন্তু আমাদের কিছু প্রাথমিক ধারণা রাখলেই  ঘরে বসেই এসির বিভিন্ন সমস্যা নিজে থেকে সমাধান করা যায়।

চলুন জেনে নেই এমন ১০টি সহজ সমাধান –

এসিকে সাময়িকভাবে ঘুমে পাঠান:

কোনো ঝামেলা হওয়া মাত্রই প্রথমেই এসি সম্পূর্ণভাবে বন্ধ করুন।  তারপর প্রত্যেকটি ওয়্যার খুলে ফেলুন এবং পুনরায় সংযুক্ত করুন। এসির সাথে দেওয়া ব্যবহার বিধি অনুসারে পুনরায় এসি চালু করুন।

সার্কিট ব্রেকারে চেক করুন :

কোনো ধরণের ইলেক্ট্রিকাল ক্ষতি থেকে ডিভাইসগুলোকে রক্ষা করাই হলো সার্কিট ব্রেকারের কাজ। কোনো কারণে এসি যদি কাজ না করে তাহলে প্রথমেই সার্কিট ব্রেকার চেক করুন। অনেকগুলো ডিভাইস একটি সার্কিট ব্রেকারে সংযুক্ত থাকলে অনেকসময় এসি কাজ করেনা, তাই এসির জন্য নির্দিষ্ট এবং আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে ।

এসির ফিল্টার পরিষ্কার :

এসি থেকে প্রোপার ঠান্ডা পেতে ফিল্টার নিয়মিত সময় পরপর বদলানো উচিৎ। এসির এই অংশটি যতটা পরিষ্কার থাকবে, ততটাই সচল থাকবে এসি। ময়লাযুক্ত ফিল্টার এসির নিয়মিত কাজে বাঁধা দেয়, ফলে অনেক সময় ঘর ঠান্ডা করার বদলে গরম বাতাস বের হয়।

ইউনিট ফ্যান পরিষ্কার :

এসির ফ্যানের  অন্যতম কাজ ক্রমাগত গরম বাতাস বের করে দেওয়া। এই কাজটি করতে অনেক ধুলোবালি ও ময়লা জমে যায় ফ্যান। ফলে ফ্যান থেকে আসতে পারে আওয়াজ তাই এই ফ্যানটির ব্লেডকে খুব সাবধানতার সাথে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।

কম্প্রেসর ফিন পরিষ্কার :

এসির বাতাস বাইরে বের করার সময় অনেক ধুলোবালি এবং ময়লা জমে কম্প্রেসারের এই অংশটিতে। যার ফলে গরম বাতাস প্রবাহে ব্যাহত হয় এবং ঘর ঠিকমত ঠান্ডা হবেনা। তাই একটি ব্রাশ দিয়ে আলতো ভাবে এসির এই অংশটি নিয়মিত সময় পরপর পরিষ্কার করতে হবে।

লিক রিপেয়ার করুন:

যখনি দেখবেন আপনার এসি ঠিকমত কাজ করছে না, খেয়াল করুন আপনার এসিতে কোনো লিক রয়েছে কিনা। এই লিকের কারনে অনেকসময় এসি কার্যকারিতা হারায় , ফলে ঘরও ঠান্ডা হয়না। তাই, কোনো লিক খুঁজে পেলে তা ফয়েল টেপ দিয়ে শক্তভাবে ঢেকে দিন।

ইউনিট ব্যাটারি চেক করুন :

আপনার এসিটি যদি ব্যাটারি চালিত হয় তবে তা নির্দিষ্ট সময় পরপর বদলাতে হয়। তাই কখনও যদি এসি কাজ না করে তাহলে ভয় না পেয়ে ব্যাটারি চেক করুন এবং ব্যাটারি বদলে ফেলুন।

ইলেকট্রিক ভোল্টেজ চেক করুন :

আপনার ঘরের ইলেকট্রিক ভোল্টেজ কম হলে এসি কার্যকরী হবে না যার ফলে যন্ত্রটি আরও ক্ষতির সম্মুখীন হবে তাই ঘরে এসি বসানোর আগে আপনার ইলেক্ট্রিকাল ভোল্টেজ সম্বন্ধে জেনে নিন।

ড্রেনেজ পাইপ পরিষ্কার করুন:

এসির কাজহলো ঘরের নরমাল অথবা গরম বাতাসকে  ঠান্ডা বাতাসে রূপান্তরিত করা।এই প্রক্রিয়াই বাতাসকে তরলে রূপান্তরিত করে সেই পানিকে ড্রেনেজ পাইপের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হয়। এই কাজের সময় পাইপে বিভিন্ন ময়লা আবর্জনা জমে, ফলে নিয়মিত পরিষ্কার না করলে ড্রেনেজ পাইপ জ্যাম হয়ে যায় তাই, নিয়মিত ড্রেনেজ পাইপ পরিষ্কার করা উচিৎ।

ভেতরে বরফ জমা পরিষ্কার করুন:

আপনার এসির ভেতরে বরফ জমলে কাজ করবে না। যদি বরফ জমে তাহলে এসি বন্ধ করে শুধু ফ্যানটি ছেড়ে রাখুন। এতে বরফ  গলতে ভাঙতে থাকবে এবং একসময় সমস্যার সমাধান হয়ে যাবে।

উপরিউক্ত টিপস গুলো জানা থাকলে আপনি  ঘরে বসেই এসির  বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।

তবে এরপরেও যদি সমাধান না পাওয়া যায় তাহলে একজন দক্ষ টেকনিশিয়ান ডেকে আপনার এসিটি চেক করিয়ে নিন। অথবা দেশের প্রফেশনাল সার্ভিস প্রভাইডার https://mechanix.biz/ থেকে এক্সপার্ট এসি টেকনিশিয়ান খুঁজে নিন ঘরে বসেই।

You May Also Like......

About Us

Looking for quality appliance repair for your home or office? YES!!! You chose the best platform named “MechaniX”.

Social Media

Spread the love